ইমানদার ব্যক্তির ভালো কাজের তালিকা

ঈমানদার ব্যক্তির ভালো কাজের তালিকা এগুলো অনেক খুঁজছেন তবুও খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন তাহলে আপনি সকল বিষয় বুঝতে পারবেন। 

ইমানদার-ব্যক্তির-ভালো-কাজের-তালিকা

আমাদের ভেতর এমন অনেকে আছে যারা এ বিষয়ে সকল কিছু জানে না আবার এমনও অনেকে আছে যারা এ বিষয়ে অনেক কিছু জানে। তাই যারা যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ঈমানদার ব্যক্তির ভালো কাজ গুলো কি, এবং তার তালিকা গুলো। 

পোস্ট সূচিপত্র : ইমানদার ব্যক্তির ভালো কাজের তালিকা

ঈমানদার ব্যক্তির ভালো কাজ গুলো কি

একজন ঈমানদার ব্যক্তি ভোরে আযানের ওয়াক্ত হলে ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে গিয়ে জামাতের সাথে বা বাসায় একা একা নামাজ পড়বে। ফজর নামাজের পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুলের দোয়া পড়বে। সময় সুযোগ থাকলে সূর্য উঠার বিশ মিনিট আগে ইশরাকের নামাজ পড়বেন। এরপর তার কাজে কামে তিনি বের হয়ে যাবেন। 

এরপরে হালাল উপার্জন করবেন আরাম উপার্জন কখনোই করবেন না। কান দ্বারা হারাম জিনিস শুনবেন না চোখ দ্বারা হারাম জিনিস দেখবেন না। চোখকে যত পারবেন হেফাজতে রাখার চেষ্টা করবেন। এরপর জোহরের ওয়াক্ত হলে মসজিদে এসে পুরুষ না হয় নারীরা বাসায় ঘরে নামাজ আদায় করে নিবেন। এরপর যদি কাজকাম থাকে সেটা শুরু করবেন করে আবার আসরের সময় হলে ঠিকমতো নামাজগুলো আদায় করে নিবেন। 

এভাবে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করে নিবেন। নিজের ঈমান নিজের কাছে বজায় রাখবেন এমন ভাবে চলাফেরা করবেন যেন আপনার ঈমান কখনো নষ্ট না হয়। ঈমানদার ব্যক্তিরা কোন সময় খারাপ কাজ করেন না তারা চাই কোন কাজে ভালো হবে কোন কাজে ঈমান আসবে ঈমান নষ্ট হবে না এমন ভাবে চলাফেরা করতে। আপনিও চেষ্টা করবেন যত সম্ভব এমন ভাবে চলাফেরা করার।

ঈমান বাড়ানোর উপায়

ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, মনান্তরে দৃঢ় বিশ্বাস করা। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক। ঈমান বা বিশ্বাসের মূল্য আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাইতো মুসলমানদের কাছে ঈমানের চেয়ে মূল্যবান আর কিছু নেই। ঈমানের ওপর ভিত্তি করে দুনিয়া ও পরকালের সব হিসাব নিকাশ চূড়ান্ত হবে। 

ঈমানের মাধ্যমে আল্লাহ ও তার বান্দার মাঝের সেতু বন্ধন তৈরি হয়। বিভিন্ন কারণে বান্দার ঈমানে প্রভাব পড়ে ঈমান বৃদ্ধির বিভিন্ন আমল পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোন আমল গুলো নিয়মিত পালন করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে।‌

১. সাহাবাদের জীবনে চর্চা করা : আল্লাহ তাআলা সাহাবাদের কেরানিও ঈমানকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন।

২. আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তাভাবনা করা : আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের অবর্তনে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। 

৩. আল্লাহর জন্য বন্ধুত্ব ও শত্রুতা : মুমিনদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখা আর কাফিরদের সঙ্গে শত্রুতা রাখা ও সম্পর্ক বিচ্ছেদ করা।

৪. বৃনমতা ও লজ্জাশীলতা : হাদিসে লজ্জা কে ঈমানের অঙ্গ বলা হয়েছে।

৫. আল্লাহর জিকির করা : দুর্বল ঈমানের সুস্থতার জন্য জিকির খুবই উপকারী। 

৬. কোরআন তেলাওয়াত করা : কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।

ঈমানের দুর্বলতা দূর করার উপায়

মুসলমানদের জন্য সর্ব উত্তম সম্পদ ইমান। ঈমানহীন কোন আমলেরই মূল্য নেই। এ কারণেই সূরা আসরে আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, সময়ের কসম, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিয়োজিত। শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। ই মানে দুর্বলতা দূর করবেন কিভাবে তার কিছু আমল সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 

ইমানদার-ব্যক্তির-ভালো-কাজের-তালিকা

কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, নেক আমল বেশি বেশি করা, সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রাখা, এবং সব সময় আল্লাহর জিকির করা, যেই জিকির গুলো বেশি বেশি করতে পারেন লাইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদিহি সুবহানাল্লাহিল আজিম। 

আরো পড়ুন : পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে ছিলেন


এছাড়া কুরআনের অর্থ বুঝে পড়া, নফল ইবাদত করা, এছাড়া ঈমান বৃদ্ধি করতে কিছু আমল ও দোয়া পড়তে পারেন। দূর করতে আপনাকে একজন ঈমানদার ব্যক্তি হতে হবে। সঠিক সময় নামাজ আদায় করতে হবে। কারো সাথে মিথ্যা বলা যাবে না সময়টা সময় শেষ করতে হবে। আল্লাহর পথে চলতে হবে সঠিক কাজ করতে হবে।

নেক আমল নষ্ট হয় কি কারনে

মুমিনের অসতর্কতার কারণে অনেক সময় তার নেক আমল নষ্ট হয়ে যায়। অথচ সে এই কাজের বিনিময়ে সোয়াব প্রত্যাশা করে। যেইসব কাজে বান্দার নেক আমল নষ্ট হয় সে সম্পর্কে আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করবো।

১. প্রদর্শনপ্রিয়তা : নেক কাজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। কিন্তু যখন কেউ আল্লাহর পরিবর্তে মানুষের প্রশংসা ও পুরস্কার কামনা করে তখন তার নেক আমল নষ্ট হয়ে যায়। 

২. খোটা দেওয়া : কারো প্রতি অনুগ্রহ করে খোটা দিলে আমল নষ্ট হয়। আল্লাহ বলেন, হে মুমিনরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দান কে সেই ব্যক্তির মতো বৃথা যেতে দিও না। যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না

৩. গোপনে পাপ করা : আল্লাহ তা'আলা গোপনে কাজ করা অপছন্দ করেন। পাইপ প্রকাশ্য পাপের মতো গোপন পাপ ও পরিবার করা উচিত।

৪. দ্বিন অপছন্দ করা : মহান আল্লাহ এ সম্পর্কে বলেন এটা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করেন। সুতরাং আল্লাহ তা'আলা তাদের কাজ নিস্ফোরণ করে দেবেন। 

৫. আল্লাহর সঙ্গে শিরক করা : আল্লাহর সঙ্গে কাউকে শিরক করলে ঈমান আমল নষ্ট হয়ে যায়।

ঈমান ভঙ্গের কারণ কি

ঈমান মুসলমান ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈমান না থাকলে সেই ব্যক্তি কোন সময় একজন নেককার বান্দা হয় না। ঈমান না থাকলে সে কখনোই মুসলমান ব্যাক্তি সম্পূর্ণরূপে হয়ে ওঠেনা। ঈমান যেমন বৃদ্ধি করার উপায় রয়েছে, তেমন রয়েছে যে কিভাবে কি করলে ঈমান কমে যায়। বা ঈমান ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায়। আজকে আপনাদের সাথে ঈমান ভঙ্গের কারণ গুলো কি সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ঈমান ভঙ্গের ১০ টি কারণ রয়েছে। সেই কারণগুলো হলো:

১. আল্লাহর সাথে শিরক করা। 

২. বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো।

৩. মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফারির ব্যাপারে সন্দেহ বা তাদের ধর্মকে সঠিক মনে করা। 

৪. রাসুলের অনিত দিন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কিংবা আইন কে উত্তম মনে করা। 

৫. দ্বীন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা। 

৬. দিনের কোন বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করা।

৭. কিছু অর্জন বা বর্জনের জন্য জাদু (ব্ল্যাক ম্যাজিক) করা, জাদুর ওপর সন্তুষ্ট থাকা, মনে প্রানে জাদুকে পছন্দ করা।

৮. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করা। 

৯. কাউকে শরীয়তের মোহাম্মদের উদ্ধে মনে করা।

১০. আল্লাহর মনোনীত ধর্ম দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া।

লেখকের মন্তব্য 

ইমানদার ব্যক্তির ভালো কাজের তালিকা সম্পর্কে আপনাদের সাথে এই পোস্টে সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর এই পোস্টটি পড়ে পেয়ে গেছেন। সকল প্রকার তথ্যভিত্তিক পোস্ট পেতে অল টপিক আইটিতে নিয়মিত ভিজিট করবেন। অল টপিক আইটি নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে থাকে ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।

comment url