শিক্ষাই প্রযুক্তি বিদ্যার অবদান
শিক্ষায় প্রযুক্তি বিদ্যার অবদান সম্পর্কে জানতে চাইছেন তাহলে আপনি সঠিক পোস্টের মধ্যে এসেছেন। প্রযুক্তি আমাদের সব দিক দিয়ে প্রায় ঘিরে রেখেছে। কিন্তু শিক্ষায় প্রযুক্তির অবদান জানাটা অনেক গুরুত্বপূর্ণ।
বর্তমানে কম-বেশি সবাই শিক্ষার আলোতে শিক্ষিত হয়ে চলেছে তবে এটা জানা প্রয়োজন প্রযুক্তির অবদান কতটুকু শিক্ষার জন্য। তাহলে চলুন কথা না বাড়ি আলোচনা শুরু করা যাক।
পোস্ট সূচিপত্র : শিক্ষাই প্রযুক্তি বিদ্যার অবদান
প্রযুক্তি কি
প্রযুক্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো Technology . গ্রিক শব্দ Techno ( যার অর্থ আট বা শিল্প, কারু কিংবা হাতের দক্ষতা ) এবং logiy ( যায় অর্থ হল ) এ দুইয়ের সমন্বয়ে টেকনোলজি শব্দটি গঠিত। প্রযুক্তি বলতে কোন পণ্যের উৎপাদন, সেবা কার্যকারিতা বা বিশেষ কোন উদ্দেশ্য ( যথা কোন বৈজ্ঞানিক গবেষণা ) সম্পাদনের ব্যবহৃত মেথড, স্কীল এবং টেকনিকের সমষ্টিকে বুঝে থাকে।
প্রযুক্তি বলতে সাধারণ ভাবে কতিপয় কৌশল ও প্রক্রিয়ার সমন্বিত জ্ঞানকে বুঝে থাকে। এটি কোন মেশিন, কম্পিউটার বা ডিভাইস সংশ্লিষ্ট ও সংযুক্ত হতে পারে যার ফলে যেকোনো ব্যাক্তি এর সম্পর্কে বিস্তারিত না জেনেও এগুলো ব্যবহার করতে সক্ষম হয়। যেমন
তথ্য প্রযুক্তির উদাহরণ সমূহ ( The elements of It )
তথ্য প্রযুক্তিতে বর্তমানে যে সব মৌলিক উপাদান ব্যবহৃত হচ্ছে সেগুলো হলো -
১. কম্পিউটার ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি ( Computer and other device)
২. কম্পিউটিং ( Computing )
৩. রেডিও, টেলিভিশন, ফ্যাক্স ( Radio, Television, Fax )
৪. অডিও ভিডিও ( Audio Video)
৫. স্যাটেলাইট ( Satellite )
৬. কম্পিউটার নেটওয়ার্ক ( Computer Network )
৭. আধুনিক টেলি যোগাযোগ ( Modern Telecommunication )
৮. ইন্টারনেট ( Internet )
৯. মডেম ইত্যাদি ( Modem etc)
শিক্ষাই প্রযুক্তি বিদ্যার ৫টি অবদান
শিক্ষায় প্রযুক্তি বিদ্যার অবদান বলে হয়তো শেষ করা যাবে না। যে সমস্ত বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল সমূহ শিখন ও শিক্ষণ প্রক্রিয়াকে সহজতর করতে সাহায্য করে তাকেই শিক্ষাই প্রযুক্তি বিদ্যার অবদান বলা হয়ে থাকে। তাই জেনে নিন শিক্ষায় প্রযুক্তি বিদ্যার ৫টি অবদান সমূহ নিচে তালিকায় দেয়া হলো
১. তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সহায়তা
বর্তমানে প্রযুক্তি বিদ্যার সাহায্যে আমরা নানা ধরনের তথ্যকে সংরক্ষণ করতে পারি এবং অনায়াসে তা সঞ্চালনও করতে পারি।
২. শিক্ষাই উপকরণের ব্যবহার
পঠন পাঠনের জন্য বর্তমানে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয় যেমন চাট, মডেল, প্রোজেক্টর ইত্যাদিও প্রযুক্তিবিদ্যার অবদান।
৩. শিক্ষাই প্রশাসন
রুটিন তৈরি, ভর্তির আবেদন পএ তৈরি, ভর্তির তালিকা প্রস্তুত ইত্যাদি ক্ষেত্রেও প্রযুক্তি বিদ্যার ব্যবহার করা হয়ে থাকে।
আরো পড়ুন : তথ্য প্রযুক্তির অপব্যবহার গুলো জেনে নিন
৪. মূল্যায়ন
MCQ প্রশ্নের উত্তর দেখা, মার্কশিট তৈরি করা প্রভৃতি কাজ প্রযুক্তি বিদ্যা দ্বারা হয়ে থাকে।
৫. একঘেয়েমি দূরীকরণ
শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি বিদ্যার ব্যবহারের ফলে একঘেয়েমি যেমন দূর হয় এবং তেমনি শিখন প্রক্রিয়া আনন্দদায়ক হয়ে ওঠে।
শিক্ষাই প্রযুক্তি বিদ্যার উপকারিতা
শিক্ষায় প্রযুক্তিবিদ্যা অবদান এর পাশাপাশি অনেক উপকারিতা হয়েছে। বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের সময়ের জন্য অনেক কাজ করতে পারে না। যার সমাধান নিয়ে এসেছে এই প্রযুক্তি আগে যেখানে এক ঘন্টা লাগতো এখন সেখানে এক মিনিট সময় দিলেই কাজটি হয়ে যাচ্ছে। মানুষের সময় বাঁচার পাশাপাশি কাজ করার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে।
আগে শিক্ষা প্রতিষ্ঠানে একটি দুটি কাজ করতে গেলে দেখা যায় সেই দিনটাই শেষ হয়ে যেত, এবং ওই দিনটিতে শুধু এই কার্যক্রম চলমান থাকতো। কিন্তু বর্তমানে তা আর হয় না সব কাজ প্রায় একসাথে চলমান অবস্থায় থাকে। আর এর জন্য যাবতীয় কাজ করে থাকে আমাদের জীবনের দৈনন্দিন পাশে আছে প্রযুক্তি।
শিক্ষাই প্রযুক্তি বিদ্যার অপকারিতা
শিক্ষায় প্রযুক্তি বিদ্যার অবদান অনেক রয়েছে, কিন্তু এর পাশাপাশি কিছুটা খারাপ দিক রয়েছে। বর্তমানে অনেক বাচ্চারা রয়েছে যারা প্রযুক্তির প্রতি খুব খারাপ ভাবে আসক্ত হয়ে যাচ্ছে। পরবর্তীতে তাদের সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা প্রায় অসম্ভব। পরিবার থেকে তাদের পড়াশোনার জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করতে দেয়া হয়।
কিন্তু তারা ভিডিও গেম, খারাপ ভিডিও দেখা, অনলাইন জুয়া ইত্যাদি এগুলোতে আসক্ত হয়ে পড়ছে। তাই সকল গার্জেন কে অবশ্যই সাবধানতা সাথে তাদের বাচ্চাদের প্রযুক্তি ব্যবহার করতে দেয়া উচিত। মনে রাখতে হবে প্রযুক্তি যেমন ভালো কাজে ব্যবহার হয় ঠিক তেমন খারাপ কাজে ব্যবহার হয়।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url