আলুর ফলন বৃদ্ধির উপায়
আলুর ফলন বৃদ্ধির উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আমরা অনেকেই আলো চাষ করি কিন্তু তার ফলন হয় না কিভাবে চাষ করলে ফলন হবে সেই সম্পর্কে আমরা অনেকে জানি না। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে
বিস্তারিত জানানোর চেষ্টা করব কখন কিসের প্রয়োগ করবেন কিভাবে আলুর ফলন বৃদ্ধি করবেন সকল বিষয়ে। এ পোস্টটি পড়লে আপনি আলুর সকল বিষয় বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আলুর ফলন বৃদ্ধির উপায় কি?
পোস্ট সূচিপত্র : আলুর ফলন বৃদ্ধির উপায়
১. আলুর ফলন বৃদ্ধির উপায়
আমরা হয়তো অনেকেই আলুর চাষ করে থাকি। কিন্তু জানেন আলুর ফলন বৃদ্ধির উপায় সম্পর্কে। বা কোনভাবেই ফলন বৃদ্ধি করতে পারছেন না। তাহলে আজকের এই পোস্টটি পড়তে থাকুন সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। অনেকে জানে না আলু ফলন বৃদ্ধিতে ছোট্ট একটি কৌশল আছে যেটা প্রাকৃতিক ভাবে কোন ধরনের সার, স্প্রে কোন কিছুই করা লাগে না।
যেটা করলে আপনা আপনি আপনার জমির ফলন বাড়বে। প্রথমেই বলে নি আলু আসলে কি জাতীয় ফসল? আলো আসলে কন্দাল ফসল বা কন্দ জাতীয় ফসল। আলুর গাছের কান্ড থেকে যেটি তৈরি হয় সেটির নামই কন্দ। আলুর কান্ডটা যদি বেশি পরিমাণে ঢেকে দেওয়া যায় তাহলে আলুর ফলনটা বেশি পরিমাণে হবে এটি স্বাভাবিক কথা। আর যদি কম দেওয়া যায় তাহলে ফলনটা কিন্তু কম হবে।
এটি কিন্তু একেবারে বাস্তব এবং পরীক্ষিত একটি কথা। আলু লাগানো যে শুলিটা রয়েছে সেটি একটু চওড়া রাখবেন। কান্ডগুলো যতটা ডেকে দিবেন আলুর ফলন তত বৃদ্ধি পাবে। আলুর ফলন বৃদ্ধির এই উপায়টি আপনি অবলম্বন করতে পারেন। তাহলে দেখবেন আপনার আলুর ফলন অনেকটা পরিমাণে বৃদ্ধি পাবে।
২. আলুতে প্রথম স্প্রে
আমরা হয়তো অনেকেই আলু চাষ করি কিন্তু এর প্রথম স্প্রেটা কখন দিবেন কিভাবে হয়তো সবাই জানে না। তাহলে আজকে জেনে নেওয়া যাক আলুতে প্রথম স্প্রে কি দিবেন এবং কতদিন পরপর। আলু আমাদের অনেক পছন্দের একটি খাবার। আলু দিয়ে প্রায় অনেক ধরনের খাবার তৈরি করা যায়। তাহলে চলুন জেনে নি। আলোর প্রথম স্প্রে চারা রোপনের ১৫ থেকে ২০ দিন পর দিতে হয়।
প্রথম স্প্রে ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে দিতে হবে। এবং সালফার গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে স্প্রে দিতে হবে। ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলি করে স্প্রে দিতে হবে। একসঙ্গে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করতে হবে। এভাবেই আলোতে প্রথম স্প্রে শুরু করতে হবে।
পরবর্তী সময়ে ধীরে ধীরে এটি আরো বিভিন্ন রূপে স্প্রে করতে হবে। এভাবে সঠিক পদ্ধতিতে স্প্রে করলে আপনার ফলন অবশ্যই বৃদ্ধি পাবে। আলুতে ফলন বৃদ্ধিতে এই সকল স্প্রেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
৩. আলুতে দ্বিতীয় স্প্রে
আলু গাছে ঠিকঠাক যত্ন না নিলে আলুর ফলন কিন্তু বৃদ্ধি হয় না। আলু গাছ যদি সরু লিকলিক করে মোটা না হয় বা হাইড ছোট হয়ে থাকে, পাতা কুঁকড়ে থাকে তাহলে সেই সব গাছ ভালো ফলন দিতে পারেনা। প্রথম ও দ্বিতীয় স্প্রের ভেতরে ৩০ থেকে ৪০ দিন এটি স্ট্রে করার উপযুক্ত সময়। তাই ওই সময়ের ভেতরে ফসল কে অধিক উচ্চতা বিশিষ্ট কাণ্ড মোটা এবং শাখা প্রশাখা বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যকর করা যায় সে সম্পর্কে আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো।
দ্বিতীয় স্কুলের জন্য সংমিশ্রণ একটি স্প্রে তৈরি করবো। সেটা তৈরি করতে লাগবে এনপিকে, এমন একটা এনপিকে যাতে এন মানে নাইট্রোজেন থাকবে যাতে গাছের উচ্চতা সঠিকভাবে বৃদ্ধি হয়। পি মানে ফসফরাস থাকবে যা ফসলের শিকড় বৃদ্ধি করবে শাখা-প্রশাখের বিস্তার করবে এবং কাণ্ড মজবুত ও মোটা করবে। কে মানে পটাশ একদমই থাকবে না।
আরো পড়ুন : মরিচের ফলন বৃদ্ধির উপায়
আর এই ধরনের এমপি কে আপনারা বাজারে পেয়ে যাবেন। এবং এর সাথে মিক্স করতে হবে এমাইনো এসিড আছে এই ধরনের পিজিআর। তাহলে ১৫ লিটার জল স্প্রের জন্য ১২-৬১০, ৪০ গ্রাম, এবং অ্যামাইনো এসিড ৩০ থেকে ৩৫ মিলি। একই সাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এটি হচ্ছে আলুতে আর দ্বিতীয় স্প্রে। এমনভাবে স্প্রে করলে আপনার আলুর ফলন বৃদ্ধির পেতে থাকবে দ্বিগুণ।
৪. বস্তায় আলু চাষ পদ্ধতি
আলু চাষে হবে দ্বিগুণ ফলন বস্তায় আলু চাষ করে। কিভাবে করবেন সেটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এজন্য আপনারা কিছু আলুর কান্ড কেটে নিন। যেখানে চোখ রয়েছে। কাটা অংশটি ছয়ের ভেতরে ভালোভাবে মাখিয়ে নিন। তারপর একটি পাত্রে কিছু পরিমাণ কম্পোস্ট সার এবং মাটির মধ্যে একটি ঘরে গর্ত করে প্রত্যেকটা গর্তের মধ্যে একটি করে আলুর খন্ড একটু একটি করে সারিবদ্ধ ভাবে বসিয়ে দিন।
তারপরে তার ওপর দিয়ে পানি দিয়ে দিন পরিমিত আকারে। অতিরিক্ত পানি দেবেন না। অতিরিক্ত পানি দেওয়ার ফলে গাছ পোচে যেতে পারে। কিছুদিন পর দেখতে পাবেন আলুর গাছগুলো বাড়তে শুরু করেছে। এবং একটু বাড়তে শুরু করলেই কিছু ডিমের খোসা তার চারপাশ দিয়ে ছড়িয়ে দেবেন। এটা তৈরি করবেন ঘরোয়া উপায়। এবং কিছুদিনের মধ্যে দেখতে পাবেন গাছগুলো বৃদ্ধি পাওয়া শুরু করেছে। অবশ্যই বস্তা কে রোধ যুক্ত জায়গায় রাখবেন।
কিছুদিন পর আলোগুলো পরিপূর্ণ হয়ে গেলে গাছগুলোকে টেনে তুলে ফেলুন। তারপরে বস্তাটা জাকিয়ে ফেলে দিলে দেখতে পাবেন ভেতরে অনেকগুলো আলু হয়ে গেছে। আপনারা এ পদ্ধতি ব্যবহার করতে পারেন। বস্তায় আলু চাষ পদ্ধতির ক্ষেত্রে জেনে নিবেন অবশ্যই নভেম্বর মাসটি ভালো। আপনারা এমন ভাবে আলু চাষ শুরু করে দিন। অবশ্যই ভালো ফলাফল পাবেন।
৫. আলু চাষে সার প্রয়োগ
আলুর ফলন বৃদ্ধি পেতে অবশ্যই আলুতে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করতে হবে। পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ না করলে আপনার আলুর ফলন কোনদিনও বৃদ্ধি পাবে না। আলুর ফলন বৃদ্ধি করতে কি কি সার প্রয়োগ করবেন এবং কতটুকু জমিতে কিসের প্রয়োগ করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। প্রতি বিঘায় কি পরিমাণে সার প্রয়োগ করবেন তা জেনে নিন।
ইউরিয়া প্রতি বিঘা ৩৩ কেজি, পিএসপি ২৭ কেজি, এমওপি ২৮ কেজি, দশটা ১. ৫ কেজি, বরণ সার ১ কেজি, জিব সাম ১৬ কেজি, ম্যাগনেসিয়াম ৬ কেজি, দানাদার ২ কেজি, এবং পচা গোবর সার ১৩২০ কেজি ইত্যাদি। এই সার গুলি প্রতি বিঘা জমিতে প্রয়োগ করতে হবে। আলুর ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই এই সারগুলো প্রয়োগ করতে হবে।
আপনি যদি সঠিক সময় সঠিক সারগুলো প্রয়োগ না করেন তাহলে আপনার পালন কোনদিনও বিধি পাবে না।। তাই আগে জানুন জেনে বিস্তারিত তারপরে সার গুলো প্রয়োগ করুন। এছাড়াও আরো বিভিন্ন পদ্ধতিতে আপনি সার প্রয়োগ করতে পারেন।
লেখকের মন্তব্য
আলুর ফলন বৃদ্ধির উপায় সম্পর্কে আপনাদের সাথে অনেক কথা বললাম। সঠিক নিয়মে সঠিক সময়ে যদি আপনি আলো চাষ করেন সার প্রয়োগ করেন বা স্প্রে করেন তাহলে আপনি অবশ্যই ফলন বৃদ্ধি পাবেন। সঠিক নিয়মে করতে পারলে সব কাজই সুন্দর হয় এবং ভালো হয়। আপনারা যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি পড়লে অবশ্যই সকল বিষয়ে জানতে পারবেন। আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনি অবশ্যই উপকৃত হবেন। এমন আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url