ইসলামে ১৩০ ফরজ কি কি?
ইসলামে ১৩০ ফরজ গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের মাঝে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। এটাও জানাবো যে কিশে কিশে সকল বিষয়ে জানাবো।
সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকুন সবকিছু জানতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ইসলামে ১৩০ ফরজ কি কি?
তাইয়াম্মুমে ৩ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে তাইয়াম্মুমে রয়েছে ৩ ফরজ। সেই ফরজগুলো হলো :
১. আমি আমার শরীর পাক করিবার জন্য ও নামাজ দূরস্ত হইবার জন্য তাইয়াম্মুম করতেছি এরুপ নিয়ত করা।
২. (ওযুর ন্যায়) আয় মুখ মাসেহ করা।
৩. দুই হাতের কনুই সহ মাসেহ করা।
গোসলের ৩ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে গোসলে রয়েছে ৩ ফরজ। যেই ফরজ গুলো গোসলের সময় করতে হয় তা হলো :
১. গড়গড়ার সহিত কুলি করা।
২. নাকে পানি দেওয়া।
৩. সর্ব শরীর ধৌত করা।
ওযুর ৪টি ফরজ
ইসলামে ১৩০ ফরজের ভেতরে ওযুতে রয়েছে ৪ ফরজ। যে ফরজগুলো ওযুতে করা অত্যন্ত জরুরী। সেই ফরজগুলো হলো :
১. মুখমণ্ডল ধৌক্ত করা।
২. কোনই সহ হাত ধৌত করা।
৩. মাথাহ মাসেহ করা।
৪. দুই পায়ের নিচের টাখনু পর্যন্ত ধৌত করা।
চার মাযহাব ৪ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে রয়েছে চার মাযহাব ৪ ফরজ। সেই ফরজগুলো হলো :
১. হানাফী
২. শাফেয়ী
৩. হাম্বলী
৪. মালেকী
চার কুরসি ৪ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর মধ্যে রয়েছে চার কুরসি ৪ ফরজ। সেই ফরজগুলো হলো :
১. মোহাম্মদ (সাঃ) আব্দুল্লাহর পত্র।
২. আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের পত্র।
৩. আব্দুল মোতালিব হাশেমের পত্র।
৪. হাসেম মন্নাফের পত্র।
পাঁচ ওয়াক্ত ঠিক করিয়া ফরজ আদায় করা
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে রয়েছে, পাঁচ ওয়াক্ত ঠিক করিয়া ফরজ আদায় করা। ফরজ গুলো হলো :
১. ফজর
২. যোহর
৩. আছর
৪. মাগরিব ও
৫. এশা
আহকাম ৬ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে আহকাম ৬ ফরজ। সেই ফরজগুলো হলো :
১. জায়গা পাক
২. জামা পাক
৩. স্থান পাক
৪. ছাতর ঢাকা
৫. কাবার দিকে মুখ করা
৬. নিয়ত করা
আরকান ৭ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে আরকান ৭ ফরজ রয়েছে। সেই ফরজ গুলো হলো :
১. তাকবীরে তাহরিমা বলা।
২. খাড়া হয়ে নামাজ পড়া।
৩. নামাজে কেরাত পড়া।
৪. রুকু করা।
৫. সেজদা করা।
৬. শেষ আত্তাহিয়াতু পড়ার সময় বসা।
৭. সালাম ফিরিয়ে নামাজ থেকে বাহির হওয়া।
দিনে রাত্রে ১৮ রাকাত নামাজ আদায় করা ১৭ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে রয়েছে দিনে রাত্রে ১৮ রাকাত নামাজ আদায় করা ১৭ ফরজ। ফরজ গুলো হলো :
১. ফজরে দুই রাকাত
২. জোহরে চার রাকাত
৩. আসরে চার রাকাত
৪. মাগরিবে তিন রাকাত
৫. এশায় চার রাকাত
ঈমানের সাতটি ছেফাত ৭ ফরজ
ইসলামে ১৩০ ফরজ এর ভেতরে ঈমানের সাতটি ছেফাত ৭ ফরজ। সেগুলো হলো :
১. আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা।
২. ফেরেস্তাদের ওপর বিশ্বাস স্থাপন করা।
৩. আসমানী কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা।
৪. সমস্ত পয়গম্বরগনের ওপর বিশ্বাস স্থাপন করা।
আরো পড়ুন : রাসুল (সাঃ) এর ৭টি অভ্যাস
৫. তাকদিরের ওপর বিশ্বাস স্থাপন করা।
৬. কিয়ামতের ওপর বিশ্বাস স্থাপন করা।
৭. মৃত্যুর পর পুনজীবনের প্রতি বিশ্বাস স্থাপন করা।
৩০ রোজার ৩০ ফরজ এবং ৩০ রোজার ৩০ নিয়ত ৩০ ফরজ = ৬০ ফরজ। এই সবগুলো মিলে ১৩০ ফরজ।
লেখকের মন্তব্য
ইসলামে ১৩০ ফরজ কি কি সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। সকল বিষয়ে জানানোর চেষ্টা করেছি। সম্পূর্ণ পোস্টটি পড়ে থাকলে আপনি জানতে পারবেন। আমরা অনেকেই জানি না যে ইসলামে হাদিস কয়টি ও কি কি ? আশা করি আজকের এই পোস্টটি পড়ে আপনি উপকৃত হবেন। এমন আরো নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url