গরুর খামার করে লাভবান হওয়ার উপায় জেনে নিন
গরুর খামার করে লাভবান হওয়ার উপায় খুঁজছেন তাহলে আপনি সঠিক পোষ্টের মধ্যে এসেছেন। নতুন গরুর খামার তৈরি করার জন্য সঠিক নির্দেশনা পাচ্ছেন না। এবং অনেক চিন্তিত অবস্থায় আছেন।
কিভাবে একজন সম্পূর্ণ খামারি হয়ে উঠবেন। এ সকল বিষয় জানতে সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।
পোস্ট সূচিপত্র : গরুর খামার করে লাভবান হওয়ার উপায়
গরুর খামার কিভাবে করবেন
গরুর খামার করে লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই একটি গরুর খামার থাকতে হবে। গরুর খামার করার জন্য একটি ভালো জায়গা প্রয়োজন। বাসার আশেপাশে সেই জায়গাটি করতে পারলে অনেক ভালো হয়। আপনি চাইলে পাঁচ থেকে ছয় শতাংশ জমির ওপর গরুর খামার করতে পারেন।
এখানে তিন থেকে চারটা গরু খুব সহজে রাখতে পারবেন। গরু একটি মূল্যবান সম্পদ সেহেতু এটা নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ। তাই গরুর খামারের নিরাপত্তার দিকে আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রথমদিকে আপনি চাইলে গরুর দেখাশোনা করার জন্য একটা মানুষ কাজে রেখে দিতে পারেন।
লাভবান হবেন কিভাবে
গরুর খামার করে লাভবান হওয়া অনেক সহজ। বাংলাদেশে এমনও গরুর খামারি আছে যারা প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনিও চাইলে শুরু করতে পারেন গরুর খামারির ব্যবসাটি। প্রথমদিকে বেশি গরু দিয়ে খামার করার কোন প্রয়োজন নেই। যেহেতু আপনার গরুর খামার বিষয়ে প্রথমের দিকে তেমন একটা ধারণা থাকবে না।
এজন্য দুইটা তিনটা গরু দিয়ে শুরু করা আপনার জন্য বুদ্ধিমত্তার কাজ হবে। দুইটা তিনটা গরু দিয়ে যখন দেখবেন লাভ আসছে তখন গরুর সংখ্যা আস্তে আস্তে বাড়িয়ে দিবেন। এবং আপনার খামারের জায়গাও বাড়িয়ে দিতে হবে কারণ গরু অনুযায়ী খামারের জায়গা বাড়াতে হবে।
গরু দেখাশোনা যদি আপনি নিজে করেন তাহলে এক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। মানুষ দিয়ে যদি কাজ করিয়ে নিন তাহলে আপনার সেখানে টাকা খরচ হবে প্রায় ১৫ থেকে ২০ হাজার। এই টাকাটি আপনি গরুর কাজে ব্যয় করতে পারবেন যদি আপনি নিজে কাজ করে থাকেন।
খামার করার জন্য গরু নির্বাচন
খামার করার জন্য গরু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। গরু নির্বাচন না জানলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। গরুর অনেক প্রজাতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সঠিক গরুটি নির্বাচিত করতে হবে। যেন সেই গরুটি খামারে নিয়ে আসার পরে সঠিক পরিমাণে বেড়ে উঠতে থাকে। গরুকে আপনি ঠিকমতো খাওয়াচ্ছেন, দেখাশোনা করছেন, চিকিৎসা করাচ্ছেন।
এরপরও যদি গরুর বেড়ে ওঠার সম্ভাবনা না দেখতে পান। তাহলে সেই গরুর জাতের সমস্যা আছে। যা আপনি গরু কেনার সময় নির্বাচন করতে ভুল করেছেন। আপনি যদি সঠিক নির্বাচন করেন সে ক্ষেত্রে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আশা করি গরু নির্বাচন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন।
গরুর খামার শুরু করতে কেমন টাকা খরচ হবে
গরুর খামার শুরু করতে টাকা খরচ অনেক দিক দিয়ে হওয়ার সম্ভাবনা আছে। এটা কোন নির্ভরযোগ্য টাকার উপর ভিত্তি করে না। গরুর খামার করতে যেমন টাকা খরচ হবে তা হল।
গরু কেনার খরচ : গাভী গরু কিনলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
চিকিৎসা খরচ : গরুর চিকিৎসা করতে মাসিক খরচ হতে পারে প্রায় ১০০০ থেকে ২ হাজার টাকা এটা প্রতিটি গরুর জন্য। গরুর প্রতি আপনার যত্ন নেয়া হিসেবে এটা কম বেশি হতে পারে।
মজুরি রাখা : আপনি কাউকে খামারে কর্মরত অবস্থায় রাখলে এজন্য আপনার বাড়তি খরচ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা হতে পারে।
খামারের অবকাঠামো : গরুর খামারের জন্য ছাদ বা আশপাশের অংশ গড়ে তুলতে প্রায় এক লক্ষ থেকে ৫ লক্ষ টাকা খরচ হতে পারে। গরুর জন্য পানির ব্যবস্থা করতে ২০ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে।
খাদ্য খরচ : প্রতিটি গরুর দৈনিক খাদ্য খরচ ৪০০ থেকে ৬০০ টাকা। এটি আপনার পশুকে ভালো খাদ্য দেয়ার উপর ভিত্তি করে। মাসিক খাদ্যের খরচ প্রায় ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে হতে পারে।
মোট খরচ : ছোট খামার করলে ১ থেকে ৫ টি গরু প্রায় এক লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে খরচ হতে পারে। বড় খামার হিসেবে ২০ থেকে ২৫ টা গরু গড় খরচ ২০ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা হতে পারে।
গরুর খামার এর ক্ষতিকর দিক
গরুর খামার করে যেমন লাভবান হওয়া যায় ঠিক তেমন এই ব্যবসায় অনেক ঝুঁকি আছে। ঠিকমত যদি গরুর দেখাশোনা না করতে পারেন তাহলে অবশ্যই এই ব্যবসাতে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। হিসাব ভুল করা সম্ভব না অনেকটাই বেশি থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। চেষ্টা করবেন খামার এরমধ্যে যাবতীয় কাজ নিজে করার।
কারণ এখানে যদি আপনি বাড়তি টাকা খরচ করে একটি লোক রাখেন সে ক্ষেত্রে আপনার লাভ আসাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। তাই চেষ্টা করুন নিজের কাজ নিজে করার এবং পরবর্তীতে খামার বড় হওয়ার পর কর্মী রাখতে পারবেন। তাহলে কিছুটা ক্ষতির সম্ভাবনা কমে যাবে।
গরুর খামারের সুবিধা সমূহ
গরুর খামারের অনেকগুলো সুবিধা রয়েছে যা হয়তো বলে শেষ করা যাবে না। গরুর দুধ বিক্রি করে আপনি সেই টাকা গরুর খাবার এবং চিকিৎসার কাজে লাগাতে পারেন। এর পাশাপাশি গরুর গোবর দিয়ে ভালো একটা টাকা আয় করা যায়। যা দিয়ে আপনি চাইলে কর্মচারীর বেতন পরিশোধ করতে পারবেন। গরুর খামার করিলে আপনি বাসার কাজ করতে পারবেন। কিংবা অন্যান্য ব্যবসাও চালিয়ে যেতে পারবেন।
লেখকের মন্তব্য
গরুর খামার করে লাভবান হওয়ার উপায় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন এই পোস্টের মধ্যে। এরকম ব্যবসায়িক পোস্ট বা অন্যান্য পোস্ট পেতে অল টপিক আইটি নিয়মিত ভিজিট করবেন। অল টপিক আইডি নির্ভুল এবং সঠিক তথ্য প্রদান করে। তাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url