বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম জানুন
বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম জানতে চাইছেন তাহলে আপনি সঠিক পোস্টের মধ্যে এসেছেন। অনেকেই আছে বাইনারি ট্রেডিং করে এবং এ সম্পর্কে ধারণা নেই যে এটা হালাল নাকি হারাম।
তাই আপনাদের মধ্যে প্রশ্নের উত্তর নিয়ে চলে আসলাম এই পোস্টের মধ্যে। পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন সকল তথ্য। তাই কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক।
পোস্ট সূচিপত্র : বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম জানুন
বাইনারি ট্রেডিং কি হালাল
বাইনারি ট্রেডিং কি আসলেও হালাল এটা বুঝার উপায় আছে। আপনি যদি জেনে ট্রেড করেন তাহলে সেটি অবশ্যই হালাল দিকে ধরা হবে। যেমন এখন সবুজ ক্যান্ডেল চলছে পরবর্তী ক্যান্ডেল কি হবে সেটা জেনে ট্রেড করলে হালাল। ট্রেডিং করার জন্য আপনার অনেক জ্ঞান এবং বুদ্ধিমত্তার প্রয়োজন আছে। অল্পদিনে কেউ ট্রেডিং করতে পারবেন না কারণ এটাতে অনেক কিছু বোঝার আছে।
আরো পড়ুন : টাকা ইনকাম করার ১৫ টি সেরা গেম
মার্কেট কখন ওঠানামা করে তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে ট্রেড করলে অবশ্যই আপনি লাভবান হবেন। ট্রেডিং সম্পূর্ণ শেখার জন্য দুই থেকে তিন বছর সময় ব্যয় করতে হয়। তারপরে একজন পরিপূর্ণ ট্রেডার হওয়া সম্ভব। আশা করি ট্রেডিং কোন দিক দিয়ে হালাল সেটা বুঝতে পেরেছেন।
বাইনারি ট্রেডিং এর সাইট সমূহ
আমরা অনেকেই বাইনারি ট্রেডিং করতে চাই তবে সঠিক সাইট খুঁজে পাইনা। এটা নিয়ে কোন চিন্তার কারণ নেই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো বিশ্বস্ত বাইনারি ট্রেডিং করার সাইট। এই সাইটগুলোতে ডিপোজিট করার কোন সমস্যা নেই। এবং টাকা উইথড্র দিলে অল্প সময়ের মধ্যে পেমেন্ট করে থাকে। তাই নিজের ভবিষ্যৎ গড়তে বাইনারি ট্রেডিং শুরু করতে পারেন। বাইনারি ট্রেডিং করার কিছু বিশ্বস্ত সাইটের নাম নিচে দেয়া হলো :
- IQ Option
- Binomo
- Olymp Trade
- Pocket Option
- Binary.com (বর্তমানে Deriv.com)
- ExpertOption
বাইনারি ট্রেডিং এর ক্ষতিকর দিক
বাইনারি ট্রেডিং সবাই করলেও এই সেক্টরে সফলতা খুব কম। এখানে আপনি যদি শিখে কাজ করতে পারেন তাহলে সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে যদি না শিখে হঠাৎ করে ট্রেডিং শুরু করেন তাহলে আপনি অবশ্যই ক্ষতির মুখোমুখি হবেন। যেহেতু আপনি ট্রেডিং সম্পর্কে তেমন একটা কিছু জানেন না।
এজন্য ৫০০০ কিংবা ১০০০০ টাকা ডিপোজিট করে লস করার কোন মানে হয় না। আপনি চাইলে প্রতিষ্ঠান থেকে কোর্স করে ট্রেডিং শুরু করতে পারেন। পরিশ্রম না করলে কোনদিন আপনি সফল হতে পারবেন না। তাই পরিশ্রম করুন এবং নিজের সুন্দর ভবিষ্যত গড়ে তুলুন।
বাইনারি ট্রেডিং কি হারাম
বাইনারি ট্রেনিং এক পর্যায়ে গিয়ে আপনার জন্য হারাম হতে পারে। আপনি যদি না জেনে ট্রেড করেন তাহলে আপনার জন্য সেটি হারাম হয়ে যাবে। না জেনে ট্রিট করা বলতে আপনি জানেন না যে পরের ক্যান্ডেল কি হবে। না জেনে ট্রেড করলে অবশ্যই সেটি হারামের পর্যায়ে চলে যাবে।
আরো পড়ুন : ঘরে বসে আয় করার ১০ টি উপায়
তাই সম্পূর্ণ ট্রেডিং শিখে বাইনারি ট্রেডিং করা অনেক ভালো। আপনি যদি না জেনে টেট করেন তাহলে সেখানে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। যদি আপনি ৫০ ডলার ১০০ ডলার ডিপোজিট করেন তাহলে সেখানে হারার সম্ভাবনা ৭০ % এর বেশি হয়ে থাকে।
বাইনারি ট্রেডিং করার সুবিধা
বাইনারি ট্রেডিং এ অনেকগুলো সুবিধা রয়েছে। যেহেতু এটি অনলাইন প্লাটফর্মের কাজ, এজন্য আপনাকে সবসময় কাজ করতে হবে না। সারাদিনে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করলে যথেষ্ট। যদি আপনার ট্রেডিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা থেকে থাকে তাহলে খুব সহজেই আয় করতে পারবেন। আপনি যদি একজন এক্সপার্ট ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজের কোর্স শুরু করতে পারবেন।
কোর্স থেকে খুব ভালো আয় করার সম্ভাবনা রয়েছে। অনলাইন ইনকামের প্রতি সবার একটি আকর্ষণ রয়েছে তাই আপনি চাইলে এই সেক্টরে খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন। দেরি না করে বাইনারি ট্রেডিং এ নিজের ক্যারিয়ার গড়া শুরু করে দিন।
বাইনারি ট্রেডিং শুরু করতে যেসব সমস্যা হতে পারে
এই প্লাটফর্মে যেহেতু ঝুঁকির পরিমাণ অনেকটাই বেশি এজন্য আপনাকে অনেক মানুষই আসতে বারণ করবে। তবে আপনার যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আসতে পারেন। বাইনারি ট্রেডিং করার জন্য মিনিমাম ৫০ থেকে ১০০ ডলার ডিপোজিট করতে হবে। সেই টাকা আপনার পরিবার নাও দিতে পারে। ভাবতে পারে খারাপ পথে ব্যয় করার জন্য টাকাটা নিচ্ছে।
অনেক মানুষ অনেক কিছু বলবে আপনার এই বাইনারি ট্রেডিং এ আসার জন্য। তবে আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আসতে পারেন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন। তবে আপনার দু এক বছর শিখে কাজ শুরু করা সবচেয়ে ভালো হবে।
লেখকের মন্তব্য
বাইনারি ট্রেডিং এর সকল বিষয় নিয়ে আপনাদের সাথে এই পোস্টে সবকিছু আলোচনা করলাম। আশা করি বাইনারি ট্রেডিং হালাল নাকি হারাম এই সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তাই আপনি চাইলে বাইনারি কোর্স করে কাজ শুরু করে দিতে পারেন। অনলাইন ইনকাম বিষয়ক বা অন্য কোন বিষয় পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। অল টপিক আইটি সবসময়ই নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে থাকে ধন্যবাদ।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url