২০২৫ এর সব থেকে লাভজনক ২৫ টি ব্যবসা দেখুন
২০২৫ এর সব থেকে লাভজনক প্রতিটি ব্যবসা সম্পর্কে জানতে চাইছেন তাহলে আপনি সঠিক পোস্টের মধ্যে এসেছেন। আমরা অনেকেই ব্যবসা করতে চাই কিন্তু কোন ব্যবসাগুলো লাভজনক সেটি সম্পর্কে জানিনা।
তাই আপনাদের জন্য এই পোষ্টের মধ্যে ২৫ টি লাভজনক ব্যবসা নিয়ে চলে আসলাম। ব্যবসা প্রথম থেকে কিভাবে শুরু করবেন সকল বিষয়ে পোষ্টের মধ্যে থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক।
পোস্ট সূচিপত্র : ২০২৫ এর সব থেকে লাভজনক ২৫ টি ব্যবসা দেখুন
ব্যবসা কি
ব্যবসা হল যেখানে পণ্য উৎপাদন এবং বিজ্ঞাপন বা বিক্রয়ের মাধ্যমে লাভ অর্জন করা। ব্যবসা প্রায় (৪৫০০ খ্রিস্টপূর্ব ) পূর্বে সুমেরিয়ান সভ্যতার সময় থেকে শুরু হয়েছিল। আর এটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আপনি যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো ব্যবসাহী হয়ে উঠতে পারবেন। ব্যবসা প্রধানত কোন একটি পণ্য কিংবা প্রোডাক্ট নির্বাচন করে শুরু করা হয়ে থাকে। এবং তারপর সেটার মার্কেটিং করে গ্রাহকের কাছে পৌঁছে দিতে হয়।
২০২৫ এর ৫ টি বাজার ভিত্তিক ব্যবসা
বাজার ভিত্তিক ব্যবসা বলতে বলা হয়েছে আমাদের প্রয়োজনীয় সামগ্রী যেমন প্লাস্টিক, মুদি দোকান, বাসার কাজের জন্য রড, সিমেন্ট, কৃষি কাজের জন্য বিভিন্ন কীটনাশক, সবজি দোকান। এগুলো সম্পর্কে বিস্তারিত নিচে দেয়া হলো :
প্লাস্টিক মালামাল ব্যবসা
প্লাস্টিক মালামাল বলতে বলা হয়েছে, আমাদের দেশে আরএফএল এবং এসিআই কোম্পানির পণ্যগুলোর কথা। আপনি চাইলে ডিলারশিপের ব্যবসা শুরু করতে পারেন। এবং মাসে খুব সহজে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারেন।
মুদি ব্যবসা
দৈনন্দিন জীবনে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রী মুদি দোকান থেকে নেয়া হয়ে থাকে। খাবার মসলা থেকে শুরু করে শরীরের যত্নে বিভিন্ন সাবান, শ্যাম্পু ইত্যাদি। আপনার দোকানে নিয়মিত গ্রাহক আজকে থাকবে তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে অবশ্যই আপনি লাভবান হবেন। মুদি দোকান থেকে খুব সহজে আপনি ৩০ থেকে ৪০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
রড সিমেন্টের ব্যবসা
স্বপ্নের বাড়ি সবার করার ইচ্ছা আছে তবে এজন্য প্রয়োজনীয় সামগ্রী তো অবশ্যই প্রয়োজন। আপনি চাইলে এর একটি দোকান দিতে পারেন যেমন রোড সিমেন্ট। খুবই প্রয়োজনীয় একটি পণ্য। আপনি চাইলে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। এবং মাস শেষে ৩৫ থেকে ৪০ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
আরো পড়ুন : কমিশন ভিত্তিক ব্যবসা সম্পর্কে জেনে নিন
কীটনাশকের ব্যবসা
বাংলাদেশে অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনো অনেক পরিমাণে কৃষি কাজ করা হয়ে থাকে। তবে আপনি চাইলে কৃষকদের জন্য কীটনাশকের দোকান দিতে পারেন। এতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি চাইলে এক থেকে দুই লক্ষ টাকার মালামাল তুলে ব্যবসাটি শুরু করতে পারেন। মাস শেষে থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজে।
শাক সবজির দোকান
খাবার আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় একটি উৎস। যেটি না হলে আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না। তাই আপনি চাইলে শাক সবজির দোকান দিতে পারেন। এতে খুব অল্প পরিমাণের মালামাল দিয়ে শুরু করতে পারবেন এই ব্যবসাটি। ব্যবসাটি শুরু করতে ১০ থেকে ৫ হাজার টাকা হলেই অনেক। মাস শেষে ১৫ থেকে ২০ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
২০২৫ এর ৫ টি অনলাইন ব্যবসা
২০২৫ সালে এসে আপনি যদি অনলাইন ব্যবসা সম্পর্কে না জানেন তাহলে আপনি অনেক পিছিয়ে আছেন। অনলাইন ব্যবসা করা খুবই সহজ তাই আপনি চাইলে শুরু করতে পারেন। ভেবে পাচ্ছেন না অনলাইনে কি ব্যবসা করবেন, চিন্তার কোন কারণ নেই আপনার জন্য ৫ টি অনলাইন ব্যবসার তালিকা নিচে দেওয়া হল :
খেজুরের গুড়ের ব্যবসা
খেজুরের গুড় খাই না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর। আপনি চাইলে এই ব্যবসাটি করে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা তাই করতে পারবেন। কিভাবে করবেন চিন্তা করার কারণ নেই, অনলাইনে একটি পেজ খুলুন গুড়ের বাজার লিখে। তারপর খেজুরের গুড়ের কিছু ছবি এবং ভিডিও তৈরি করুন এবং সেগুলো পেজটিতে আপলোড করুন।
তারপর ফেসবুক পেজটি বুষ্ট করুন। আপনার কাছে অর্ডার আসা শুরু হবে এরপর থেকে। আপনি কোন গুড় বিক্রেতার সাথে কথা বলে যেই দামে গুড় কিনবেন তার থেকে একটু লাভে আপনার কাছে অর্ডার করছে সেই জায়গায় ওটি পাঠিয়ে দিবেন। এভাবে ব্যবসা করে আপনি একজন অভিজ্ঞ ব্যবসায় হয়ে উঠতে পারবেন।
ছেলে ও মেয়েদের পোশাকের ব্যবসা
পোশাক প্রায় সবাই কিনে থাকে এজন্য এটি অনেক লাভজনক ব্যবসা। আপনি যদি অনলাইনে পোশাকের ব্যবসা করতে চান তাহলে আপনাকে প্রথমে একটি ফেসবুকে পেজ খুলতে হবে। চেষ্টা করবেন পেজটির নাম পোশাকের সাথে মিলিয়ে রাখার। এরপর আপনি যে কোয়ালিটির পোশাক গ্রাহকের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন ওগুলোর ছবি তুলে পেইজে পোস্ট করতে হবে।
তারপর পেজটি তে বুস্টিং চালাতে হবে। এরপর অর্ডার আসলে আপনি বাজার থেকে সেই ড্রেসটি সংগ্রহ করে আপনার কাছে আসা অর্ডার টি পাঠিয়ে দিবেন। এখানে আপনার ইচ্ছেমতো লাভ রাখতে পারবেন। তবে প্রথম প্রথম অল্প লাভ রেখে ব্যবসা করা অনেক ভালো। এভাবে আপনি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
রুম ডেকোরেশন প্রোডাক্টের ব্যবসা
নিজের রুম সুন্দর রাখতে কে না চায়। আপনি চাইলে এই ব্যবসাটি করে গ্রাহককে খুশি করতে পারবেন পাশাপাশি আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন। ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে, মনে রাখবেন আপনার ব্যবসার সাথে মিল রেখে পেজটির নাম রাখতে হবে। এরপর আপনি ব্যবসা করার জন্য যে প্রোডাক্টগুলো স্টক করে রেখেছেন ওগুলোর ছবি বা ভিডিও করে আপনার পেজে আপলোড করুন।
এরপর পেজটিতে বুস্টিং চালান। বুস্টিং চালানোর জন্য আপনার প্রোডাক্টগুলোর ভিডিও বা ছবি অনেক গ্রাহকের কাছে পৌঁছে যাবে। এবং সেখান থেকে গ্রাহক আপনার সাথে যোগাযোগ করে অর্ডার করবে। আপনি অল্প লাভ রেখে ব্যবসা করার চেষ্টা করবেন প্রথমের দিকে। তাহলে গ্রাহক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই ব্যবসাটি করে মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
জুতার ব্যবসা
জুতা কিন্তু সবার প্রিয় একটি প্রোডাক্ট। তাই আপনি চাইলে সবার পছন্দের এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অনলাইনে এখন অনেক মানুষ কেনাকাটা করে থাকে তাই আপনিও চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এর জন্য আপনার প্রয়োজন হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক হতে পারে আপনার জন্য ভালো একটি মাধ্যম এই ব্যবসা করার জন্য।
এজন্য আপনাকে একটি পেজ খুলতে হবে, তারপর পেজটিতে আপনার জুতাগুলো ছবি বা ভিডিও পেজটিতে পোস্ট করতে হবে। এরপর facebook পেজে বুস্টিং চালাতে হবে। এজন্য আপনার ৫ থেকে ১০ হাজার টাকা খরচ হতে পারে। তারপর আপনার কাছে পাড়ার আসতে শুরু করবে। এই ব্যবসাটি করে আপনি মাসে 60 থেকে 70 হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন।
খাবারের ব্যবসা
কিছু কিছু খাবার আছে সবার অনেক প্রিয় তাই চেষ্টা করবেন সবার পছন্দের বিষয়টা নিয়ে কাজ করার। অনলাইনে ব্যবসা করাটা খুব সহজ যদি আপনি সঠিক পদ্ধতিতে করতে পারেন। আপনি যদি ফুডপান্ডা এর মত কোন এপ্লিকেশন তৈরি করতে পারেন তাহলে খুব সহজে আপনার ব্যবসা দাঁড় করায় ফেলতে পারবেন। প্রথমের দিকে অল্প কিছু পরিমাণ খাবার নিয়ে শুরু করুন। যখন দেখবেন গ্রাহকরা আপনার খাবার পছন্দ করছে তখন ব্যবসাটি বড় করার চেষ্টা করুন।
২০২৫ এর ৫ টি ছোট দোকানের ব্যবসা
ছোট দোকানের ব্যবসা গুলোতে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের মাঝে ৫ টি ছোট দোকানের ব্যবসা সম্পর্কে আলোচনা করব। নিচে ৫ টি ছোট দোকানের ব্যবসার তালিকা দেয়া হলো :
ফুচকা ও চটপটির ব্যবসা
বর্তমানে সব জায়গায় ফুচকা চটপটি এর দোকান গুলো বেশি দেখা যায়। বেশি দেখা যায় এর একটা কারণ আছে তা হল মানুষের এগুলো খাওয়ার চাহিদা অনেক বেশি। তাই আপনিও এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি শুরু করতে আপনাকে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হবে। দোকানটি দেয়ার চেষ্টা করুন এমন জায়গায় যেখানে মানুষের সংখ্যা বেশি। মাসে এই ছোট দোকান থেকে আপনি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারবেন।
মুড়ির ব্যবসা
ঝাল মুড়ি সবাই খেয়ে থাকে কারণ এটা সবার প্রিয় একটা খাবার। আপনি যদি ভালো মুড়ি মাখাতে পারেন তাহলে এই ব্যবসাতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এ ব্যবসাটি শুরু করার জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করলেই অনেক। বাজারে কিংবা স্কুল কলেজের সামনে এই ব্যবসাটি করলে মাসে ২০ থেকে ২৩ হাজার টাকা লাভ করতে পারবেন।
পেয়ারা মাখানো ব্যবসা
পেয়ারা এমনিতেই আমরা সবাই খেয়ে থাকি তবে মাখানো হলে আরো ভালো হয় তাই না। পেয়ারা মাখানোর জন্য ভালো মানের পেয়ারা প্রয়োজন। পেয়ারার ব্যবসাটি শুরু করার জন্য খরচ হতে পারে দুই থেকে তিন হাজার টাকা। এটি অনেক লাভজনক ব্যবসা যা থেকে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে।
ফলের জুস এর ব্যবসা
ফল খেতে সবাই পছন্দ করে কিন্তু আপনি যদি পারেন সেই ফলটিকে জুসে পরিণত করতে। তাহলে এই অভিজ্ঞতা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এখন মানুষ অনেক বেশি খেয়ে থাকি তাই খাওয়ার হিসেবে এই জুসের ব্যবসা অনেক লাভবান। এই ব্যবসা শুরু করতে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করলে হয়ে যাবে। এ ব্যবসা থেকে মাসে ১০ হাজার থেকে ১৫০০০ টাকা ইনকাম করতে পারবেন।
ফলের দোকানের ব্যবসা
এখন কারো বাসায় ঘুরতে গেলে অসুস্থ মানুষ এর সাথে দেখা করতে গেলে আমরা ফল নিয়ে গিয়ে থাকি। এই ফলে লাভ করার সম্ভাবনা অনেক। আপনি চাইলে এই ফলের ব্যবসাটি শুরু করতে পারেন। ফলের ব্যবসা শুরু করতে হলে আপনার খরচ হতে পারে ৩০ থেকে ৫০ হাজার টাকা। এবং মাস শেষে লাভ আসবে ১৫ থেকে ২০ হাজার টাকা।
২০২৫ এর ৫ টি পশু পালনের ব্যবসা
পশু পালনের ব্যবসা খুব লাভজনক এবং এগুলো বাসার আশেপাশে করা যায়। আপনি ব্যবসা করবেন কিন্তু কোন পশু নিয়ে শুরু করবেন জানেন না চিন্তা করার কোন বিষয় নেই। কোন পশু নিয়ে ব্যবসা শুরু করবেন কিভাবে করবেন সবকিছু নিয়ে এই পোস্টে সমাধান দেয়া হবে। ৫ টি পশু পালনের ব্যবসার তালিকা নিচে দেওয়া হল :
হাঁস-মুরগির ব্যবসা
হাঁস-মুরগি পালন করে অনেকেই লাভবান হয়েছে আপনিও চাইলে পারবেন। হাঁস মুরগির খামার তার জন্য নির্দিষ্ট একটি স্থান নির্বাচন করুন। এবং স্থান অনুযায়ী একটা ব্যয় হবে সেটি করার পর। হাঁস মুরগির বাচ্চা নির্বাচন করুন এক্ষেত্রে ভালো হাঁস মুরগি নির্বাচন করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। তাদের সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করুন। হাঁস মুরগি পালনের ব্যবসা শুরু করতে আপনার দুই থেকে তিন লক্ষ টাকা খরচ হতে পারে। এবং মাসে লাভ আসতে পারে প্রায় এক থেকে এক লক্ষ 50 হাজার টাকা।
গরুর খামার এর ব্যবসা
গরুর খামারের ব্যবসা বাংলাদেশে এখন অনেকেই করছে। আপনিও চাইলে শুরু করতে পারেন তবে প্রথমে অল্প গরু দিয়ে শুরু করা অনেক ভালো। প্রথমত আপনার গরু অনুযায়ী খামারের ব্যবস্থা করতে হবে। আপনি যদি তিনটা থেকে পাঁচটা গরু দিয়ে শুরু করতে চান তাহলে আপনার খরচ আসতে পারে খামার এবং গরু মিলিয়ে ১০ লক্ষ টাকার মত। আপনার লাভের সম্ভাবনা অনেক বেশি থাকবে এক্ষেত্রে। মাসিকভাবে তেমন লাভ বুঝতে পারবেন না কারণ এটি বাৎসরিক ব্যবসা।
ছাগলের ব্যবসা
ছাগলের ব্যবসাতে লাভবান হওয়ার সম্ভাবনা প্রায় অনেক। অন্য কোন পশুর থেকে ছাগল অনেক ভদ্র এবং লাভজনক। আপনি চাইলে তিন থেকে পাঁচটা ছাগল দিয়ে শুরু করতে পারেন। তিন থেকে পাঁচটা ছাগল ক্রয় করতে আপনার খরচ হতে পারে ৫০ থেকে ৬০ হাজার টাকা। এবং এটা আপনার পালনের ওপর লাভের সম্ভাবনা নির্ভর করে। বাৎসরিকভাবে এর লাভ আসতে পারে দেড় লক্ষ টাকা।
কবুতরের ব্যবসা
কবুতর অনেক মানুষ পালন করে এবং এর ব্যবসাও করা হয়ে থাকে। এটাতে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক। আপনি যদি শুরু করতে চান তাহলে ১০ থেকে ১৫ টা কবুতর দিয়ে শুরু করতে পারেন। এ হিসেবে আপনার খরচ আসতে পারে তিন হাজার থেকে চার হাজার টাকা। এবং মাস শেষে লাভ আসবে ৫০০০ থেকে ১০০০০ টাকা।
মহিষের ব্যবসা
মহিষে অনেক লাভ হয়ে থাকে। তবে এটা দেখা শোনার জন্য সব সময় একটা মানুষ রাখতে হবে। আপনি যদি দুইটা মহিষ দিয়ে শুরু করতে চান তাহলে আপনার খরচ আসতে পারে তিন লক্ষ টাকা। এবং বছর শেষে আপনার লাভ আসবে ২ লক্ষ টাকা। আপনার লাভের সম্ভাবনা মহিষের দেখাশোনার উপর নির্ভর করে থাকে।
২০২৫ এর ৫ টি ফসলের ব্যবসা
ফসলের ব্যবসা করলে একটি লাভ রয়েছে সেটা হচ্ছে যে সময় যেমন ফসল হয় সেটা নিয়েই ব্যবসা করা যায়। তো আপনাদের মাঝে ৫ টি লাভজনক ফসলের ব্যবসা নিয়ে চলে আসলাম। নিজে ৫ টি লাভজনক ফসলের ব্যবসার তালিকা দেয়া হলো :
পাটের ব্যবসা
পাঠ হলো আমাদের দেশের একটি মূল্যবান সম্পদ। পাটের দাম অনেক সময় অনেক রকম থাকে। আপনি চাইলে শুরুর দিকে পাট কিনে রেখে দিয়ে যখন দাম বেশি হবে তখন বিক্রি করলে। সেখান থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ আসার সম্ভাবনা রয়েছে। তাই এটি একটি লাভজনক ব্যবসার মধ্যে ধরা হয়েছে।
রসুন ও পেঁয়াজের ব্যবসা
রসুন ও পেঁয়াজের চাহিদা অনেক রয়েছে। প্রথম প্রথম যখন এগুলো ওঠে এগুলোর দাম অনেক কম থাকে। তাই আপনি চাইলে এগুলো তখন কিনে রেখে দিতে পারেন। এগুলোর দাম বৃদ্ধি পাওয়ার পরে বাজারে বিক্রি করলে দেখা যাচ্ছে আপনার ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এটি লাভজনক ব্যবসা হিসেবে ধরা হয়েছে।
আলুর ব্যবসা
আলু আমাদের দৈনন্দিন জীবনের খাবার। সকল তরকারির সাথে আলু না দিলে তেমন ভালো লাগেনা। আপনি যদি চান আলোর ব্যবসা করতে তাহলে আলু যখন ওঠে তার দুই থেকে তিন মাস পর সেটা আলুর কলেস্টারে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এবং দাম বৃদ্ধির সময় সেটি বিক্রয় করে লাভবান হতে পারবেন।
লেখকের মন্তব্য
২০২৫ এর সব থেকে লাভজনক ২৫ টি ব্যবসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম। পোস্টটিতে যে সকল তথ্য রয়েছে সব তথ্য নির্ভুল এবং সঠিক। সকল বিষয়ে পোস্ট পেতে অল টপিক আইটিতে ভিজিট করবেন। অল টপিক আইটি নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে থাকে ধন্যবাদ।
অল টপিক আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। মেনে কমেন্ট করুন।
comment url